Date : 19 Nov, 2023
১৯/১১/২০২৩ ইং
রহমতপুর গ্রামের শেখ বাড়ির কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী জনাব আলহাজ্ব শেখ মো: মক্বসুদ আলী (সুনুর) ভাই, ও উনার বড় ছেলে শেখ মো: রুহুল আমীন মক্বসুদ রিমন, এবং উনার পুত্র বধু চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
সুনুর ভাইয়ের বড় ছেলে রুহুল আমীন মক্বসুদ রিমন মাদ্রাসার ফান্ডে ১,০০,০০০/ (এক লক্ষ) টাকা অনুদান দিয়ে আজীবন সম্মানিত দাতা সদস্য হওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
মহান আল্লাহ উনার এই দানকে কবুল করুন, দুনিয়া ও আখেরাতে উত্তম জাযা দান করুন- আমীন।